বাজরিগারের মিউটেশনের ব্যাপারগুলা বেশ জটিল, তাই এ ব্যাপারে যারা নতুন তাদের জন্য জিনিষটা আমি সহজ ভাষায় বুঝানোর চেষ্টা করছি। আর এই লেখাটি মিউটেশন সম্পর্কে নতুনদের একটি ধারনা দেয়ার জন্য।
বাজরিগার পাখির বেসিক রঙ দুইটি একটি সবুজ অন্যটি নীল।
ডার্ক ফ্যাক্টর অনুযায়ী আবার দুটি রঙেরই তিনটি করে ধরন আছে সবুজের জন্য লাইট গ্রীন, ডার্ক গ্রিন এবং অলিভ। ধারাবাহিকভাবে এগুলা একটি থেকে অন্যটি গাঢ় দেখায় নীল এর ক্ষেত্রে স্কাই ব্লু, কোবাল্ট এবং মোভ।
সবুজ গুলো হল ডমিন্যান্ট কালার আর নীল হল রিসেসিভ অর্থাৎ যদি একটা সবুজ আর একটা নীল রঙের জিন এর তুলনা করা হয় তবে সবুজ নিজেকে প্রকাশ করবে আর নীল লুকিয়ে যাবে যেটাকে আমরা split বলি। সোজা ভাষায় যদি নীল আর সবুজ পেয়ার করেন তবে বাচ্চা সবুজ রঙের আসবে। তাই নীল আর সবুজ পাখি জোড়া দিয়ে দুই রঙের বাচ্চা পাওয়ার চিন্তা সম্পুরনই একটা বৃথা চেষ্টা।
বাজরিগার পাখি এর সবুজ রঙের ক্ষেত্রেঃ
বাজরিগার পাখি জোড়া
|
সম্ভাব্য বাজরিগার পাখি পাওয়া যেতে পারে
| |||
লাইট গ্রিন | + |
লাইট গ্রিন
|
=
|
লাইট গ্রিন
|
লাইট গ্রিন | + |
ডার্ক গ্রিন
|
= |
দুই রকমই আসবে
|
লাইট গ্রিন | + |
অলিভ
|
= |
শুধু ডার্ক গ্রিন
|
ডার্ক গ্রিন | + |
ডার্ক গ্রিন
|
= |
ডার্ক গ্রিন + লাইট গ্রিন + অলিভ গ্রিন
|
ডার্ক গ্রিন | + |
অলিভ
|
= |
ডার্ক গ্রিন + অলিভ
|
অলিভ | + |
অলিভ
|
= |
অলিভ
|
বাজরিগার পাখি এর নীল রঙের ক্ষেত্রেঃ
বাজরিগার পাখি জোড়া
|
সম্ভাব্য বাজরিগার পাখি পাওয়া যেতে পারে | |||
স্কাই |
+
|
স্কাই
|
= | স্কাই |
স্কাই |
+
|
কোবাল্ট
|
= | দুই রকমই আসবে |
স্কাই |
+
|
মোভ
|
= | কোবাল্ট |
কোবাল্ট
|
+
|
কোবাল্ট
|
= | কোবাল্ট + মোভ + স্কাই |
কোবাল্ট
|
+
|
মোভ
|
= | কোবাল্ট + মোভ |
মোভ
|
+
|
মোভ
|
= | মোভ |
অনেকের মনে প্রশ্ন আসবে, আমি কেনো শুধু সবুজ আর নীল বাজরিগার পাখি এর কথা বললাম। বাজরিগার পাখিতো সাদা আর হলুদও হয়।
হ্যা, হয়।
তবে আসল বেপারটা হল সবুজ একটি কম্বাইন্ড কালার আর সবুজের বেইজ হল হলুদ রঙ, সুতরাং হলুদ সবুজের শ্রেণীতেই আসে আর তেমনিভাবে সাদা রংটা নীলের শ্রেণীতে।
মিউটেশনের শেষ নেই, এই লিখাটি বিশাল সমুদ্রের মাঝের শুধুমাত্রএক বিন্দু পানির সমান।
মিউটেশনের শেষ নেই, এই লিখাটি বিশাল সমুদ্রের মাঝের শুধুমাত্রএক বিন্দু পানির সমান।
আবার বলছি, নতুনরা এটা ফলো করে ব্রিড করাতে পারেন, কারন লিখাটি শুধুমাত্র নতুনদের জন্য।
এই আর্টিকেলটির মূল লেখক মহসিন সুজা
Post a Comment