Unknown Unknown Author
Title: দ্রুত পড়া ও মনে রাখা
Author: Unknown
Rating 5 of 5 Des:
এক সমীক্ষায় দেখা গেছে একজন স্কুল পড়ুয়া ছাত্র প্রতি মিনিটে ২০০ টি পর্যন্ত শব্দ পড়তে পারে, একইভাবে একজন কলেজ পড়ুয়া ছাত্র প্রতি মিনিটে ৩২৫ টি ...
এক সমীক্ষায় দেখা গেছে একজন স্কুল পড়ুয়া ছাত্র প্রতি মিনিটে ২০০ টি পর্যন্ত শব্দ পড়তে পারে, একইভাবে একজন কলেজ পড়ুয়া ছাত্র প্রতি মিনিটে ৩২৫ টি শব্দ পড়ে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মানুষের পড়ার ক্ষমতা ক্রমশই বৃদ্ধি পায়। একজন ছাত্রের পরীক্ষায় সময় গুলোতে দ্রুত পড়ার দক্ষতা তাকে খুব সহজে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। তাই আসুন দ্রুত পড়া ও তা মনে রাখার উপায় সম্পর্কে আপনাদের পরামর্শ জেনে নিই।

মনোযোগ (concentration): 
আপনি যদি দ্রুত পড়া মুখস্থ করতে চান তাহলে প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো মনোযোগ স্থাপন। মনোযোগ ছাড়া আপনি কখনোই পড়া মনে রাখতে পারবেন না। তাই পড়তে বসার প্রথম শর্ত হলো আপনার মনোযোগ পড়ার প্রতি কেন্দ্রীভূত করা।

দ্রুততা (speed): 
মনে রাখবেন “your brain is faster than your tongue” তাই পড়তে বসার সময় আপনার দৃষ্টি পড়ার বইতে নিবদ্ধ রাখুন। আরেকটা পদ্ধতিতে আপনি পড়া দ্রুত আত্মস্থ করতে পারেন সেটা হল সামান্য উচ্চস্বরে পড়া। তবে এটি সবার ক্ষেত্রে এক কাজ করবে এমনটা নয়। কেউ শব্দ করে পড়া মুখস্থ করতে পারে আবার কেউবা কোন প্রকার শব্দ ছাড়াই পড়তে পারে।

বুঝে পড়া (understanding): 
যখন আমরা কোন গল্পের বই পড়ি, প্রতিটা লাইন খুব বুঝে বুঝে পড়ি এমনকি এক লাইন বুঝতে না পারলে বার বার সেই লাইনটা পড়ে বোঝার চেষ্টা করি। একইভাবে পাঠ্যবইটিও বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। দ্রুত পড়া মুখস্থ করতে বুঝে পড়ার বিকল্প নেই।

আপনি যতোটা পারেন পড়তে বসে নোট রেখে পড়ুন। যখনই কোথাও আটকে যাবেন তখনই সেই পড়ার সম্পর্কে একটি নোট রাখুন দেখবেন পড়তে গেলে আর আটকাবেনা। পড়াটিও মনে গেঁথে যাবে।

Advertisement

Post a Comment

 
Top