Unknown Unknown Author
Title: পাখির শরীরের পোকা দূর করার উপায়
Author: Unknown
Rating 5 of 5 Des:
পাখির শরীরের পোকা দূর করার উপায় নিয়ে লিখেছেন সিফাত ই রাব্বানী। পাখির শরীরে পোকা আক্রমন ব্যাতিক্রম কিছু নয়। যদি কখনো পাখির শরীরে পোকা ধরে সে...
পাখির শরীরের পোকা দূর করার উপায় নিয়ে লিখেছেন সিফাত ই রাব্বানী। পাখির শরীরে পোকা আক্রমন ব্যাতিক্রম কিছু নয়। যদি কখনো পাখির শরীরে পোকা ধরে সে ক্ষেত্রে বিচলিত না হয়ে ঘরোয়া পদ্ধতিতেই কোন প্রকার ঐষধ ছাড়াই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

পাখির শরীরের পোকা দূর করতে যা যা করতে হবেঃ-
১। পাখি খাঁচা থেকে সরিয়ে খাঁচাটি ভালভাবে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর নিম পাতা সিদ্ধ পানি দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে কড়া রোদে শুঁকাতে হবে। প্রতি মাসে কমপক্ষে একবার এভাবে আপনার পাখির খাঁচা পরিষ্কার করতে হবে। প্রতিদিন খাঁচার ট্রে, খাবারের বাটি, পানির পাত্র ভালভাবে পরিষ্কার করতে হবে।
২| পাখিদের  নিম এর দ্রবণ এর পানিতে গোসল করতে দিন - গ্রীষ্মকালে গোসলের জন্য পানির পাত্র দিতে হবে ১/২ দিন পর পর এবং শীতকালে সপ্তাহে ২ বার। গোসলের পাত্র টি অবশ্যই পাখির দেহের আকারের সাথে সামঞ্জস্য পূর্ণ হতে হবে, বেশি বড় ও না কিংবা ছোট ও না । গোসলের পানি সকাল ১০-১১ টার মধ্যে খাঁচায় রাখতে হবে  এবং ২ ঘন্টা পরে খাঁচা থেকে বের করে ফেলতে হবে । যদিও পাখির উপর পানি স্প্রে করে গোসল করানো যায় কিন্তু পানির পাত্রে গোসল করানোই উত্তম কারণ এতে করে তারা নিজের ইচ্ছা এবং প্রয়োজন মতন গোসল সেরে নিতে পারে। পাখি নিজে থেকে গোসল না করলে নিম এর দ্রবণ দিয়ে হালকা করে স্প্রে করে দিন। পোকা দূর করতে নিম এর দ্রবণ দিয়ে একটানা ৭- ১০ দিন গোসল করাবেন। গোসলের পর অবশ্যই কিছুক্ষণ রোদ এ রাখবেন শরীর প্রায় শুকানো পর্যন্ত।
৩| পাখির খাঁচায় বসার লাঠি(perch) পরিবর্তন করে তাজা নিমের কান্ড/ডাল ব্যবহার করতে হবে। নিম এর ডাল এর পার্চ জীবানুনাশক/পোকানাশক হিসাবে কাজ করে, পাখির চামড়া, পালক ও ঠোট সুস্থ রাখে, পাখির বসতে সুবিধা হয়, ঠান্ডায়/শীতকালে পাখির শরীর গরম রাখে, ব্রিডিং এর সময় মেটিং সফল হতে ও ডিম ফার্টাইল হতে সাহায্য করে।
৪| একটানা ৭ দিন তাজা নিম এর ডাল পাতাসহ খেতে দিন. সাধারনভাবে সপ্তাহে ১ দিন খেতে দিন।
৫। পাখির খাবার ও পানি প্রতিদিন সকালে ১ বার এবং সন্ধায় একবার বদলে দিতে হবে।
৬। পাখিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন পরিবেশ এবং  সূর্যালোক ও বায়ু চলাচলের সুপরিসর ব্যাবস্থা আছে এমন জায়গায় রাখবেন। পাখির খাচা যেখানে থাকে, সেই জায়গাটিও নিয়মিত পরিষ্কার করতে হবে।

Advertisement

Post a Comment

 
Top