Unknown Unknown Author
Title: খাঁচার পাখির ফুড়ুৎ করে চলে যাওয়া
Author: Unknown
Rating 5 of 5 Des:
পাখি ( বিশেষ করে প্যারাকিট শ্রেনীর পাখি ) পালনের ক্ষেত্রে যারা নতুন , তারা প্রায়শই কিছু সাধারণ ভুল করে থাকেন। এজন্য অনেকেরই অনেক প্রি...

পাখি (বিশেষ করে প্যারাকিট শ্রেনীর পাখি) পালনের ক্ষেত্রে যারা নতুন, তারা প্রায়শই কিছু সাধারণ ভুল করে থাকেন। এজন্য অনেকেরই অনেক প্রিয় পাখি হারিয়ে গেছে। এই কথা বলে নতুনদের ছোট করছি না, এই ব্যাপারটা নিয়ে শুধুমাত্র একটু সতর্ক থাকার জন্য বলছি। 

যাইহোক, মোটামোটি দুটি বিষয়ে সতর্ক থাকলে এই সমস্যা থেকে রক্ষা পেতে পারি আমরা
১। খাঁচার দরজা
২। পাখি ধরা 

১। খাঁচার দরজা
খাঁচা কেনার আগে খাঁচার দরজাটি ভালভাবে দেখে নেবেন। যদি দরজা লুজ (উপরে উঠিয়ে ছেড়ে দিলে স্বয়ংক্রিয়ভাবে নিচে পরে যায় কিনা) থাকে, ঠিক আছে, না হলে অন্য খাঁচা কেনুন। 
আর যদি কেনার পর দেখতে পান দরজাটা লুজ না, তাহলে প্লায়ার্স দিয়ে ঠিক করে নেবেন।

খাবার বা পানির বাটি দেয়ার সময় সাবধান থাকবেন যাতে খাঁচার দরজা পানির বাটি বা খাবারের বাটির সাথে লেগে কোন ফাকা জায়গা তৈরি না করে। সামান্য ফাকা জায়গা পেলেও
বাজরিগার কৌতূহলবশতঃ বের হয়ে যেতে পারে। তাই, প্রতিদিন খাবার ও পানি দেয়ার সময় সাবধান থাকুন আর আপনার বাজরিগারের আচরণ খেয়াল করুন। অনেক বাজি খাঁচার দরজা ঠোঁট দিয়ে ধরে টানাটানি করে। এই অভ্যাসের বাজরিগারগুলো গেট খুলে পালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তাই, তাদের জন্য বাড়তি সতর্কতার জন্য খাঁচার দরজা তার দিয়ে আটকে দিতে হবে।

২। পাখি ধরা 
অন্য পাখি যেমনই হোক, প্যারাকিট শ্রেনীর পাখি হাতে বা আঙ্গুলে কামড় দেয়। তাই অনেকেই বাজিগার ধরতে গিয়ে কামড় খেলে ছেড়ে দেন আর তাদের আদরের বাজিগার গুলি হারান। অনেকেই এই ব্যাপারে খুবই দৃঢ়সংকল্প থাকেন, "যতই কামড় দিক, ছেড়ে দেব না"। 

অভিজ্ঞরা বলেন, বাজি কামড় দিলে যতটা পারেন চুপচাপ থাকবেন, বেশি রিঅ্যাক্ট করবেন না। তাতে বাজি আপনার হাতের এক জায়গা ছেড়ে অন্য জায়গায় বেশি কামড় দেবে, ব্যাথা আপনি এ বেশি পাবেন।


বাজরিগার পাখি হাতে ধরার নিয়ম
খালি হাতে বাজি ধরতে হলে তাঁকে বিশেষ নিয়মে ধরা উচিত। ২ আঙ্গুলের মাঝে তার মাথাটা ধরতে পারলে সে আর কামড় দিতে পারে না। তবে এই কাজটা শেখার জন্য আপনাকে খাঁচার ভেতরে ব্যাবহারিকভাবে অনেকবার চেষ্টা করতে হবে।

ইউটিউব থেকে শিখে
পাখি খাঁচার বাইরে আনার চেষ্টা করতে যাবেন না, তাহলে পাখি কিন্তু ফুড়ুৎ...

পাখি ধরার নেট
হাত দিয়ে সরাসরি ধরতে না চাইলে নেট ব্যবহার করুন। নেট কাঁটাবন পাবেন। চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে ছোট ব্যাডমিন্টন র‍্যাকেট এর নেট কেটে মশারির কাপড় লাগিয়ে নিলেই পাখি ধরার নেট তৈরি হবে।

গ্লাভস দিয়ে ধরার ক্ষেত্রে পাখিকে বেশি চাপ দেবেন না। আমার পরিচিত একজন তার অনেক আদরের একটা পাখিকে ধরার সময় অবচেতন মনে একটু বেশি চাপ দিয়ে ফেলেছে। তার আদরের পাখিটা খাঁচার ভেতরে সাথেসাথেই মারা যায়।

আশাকরি পোস্ট টি নতুন দের জন্য উপকারি হবে আর পুরানো দের জন্য সচেতনতা বৃদ্ধি তে সাহায্য করবে।

Advertisement

Post a Comment

 
Top