Unknown Unknown Author
Title: জাফরানি মালাই চা
Author: Unknown
Rating 5 of 5 Des:
শীতের সকাল অথবা সন্ধ্যায় এক কাপ জাফরানি মালাই চা শরীর চাঙা করার জন্য যথেষ্ট। উপকরণ:  চা-পাতা ৪ চা-চামচ।  তরল দুধ ৩ কাপ।  পানি দেড়...
শীতের সকাল অথবা সন্ধ্যায় এক কাপ জাফরানি মালাই চা শরীর চাঙা করার জন্য যথেষ্ট।

উপকরণ: 
  • চা-পাতা ৪ চা-চামচ। 
  • তরল দুধ ৩ কাপ। 
  • পানি দেড় কাপ। 
  • জাফরান ১/৪ চা-চামচ। 
  • বাটার কুকিজ বা বাটার বিস্কুটের গুঁড়া ১ চা-চামচ। 
  • চিনি স্বাদ মতো। 
  • ডিমের কুসুম ১টি। 
  • দুধের সর ১ টেবিল-চামচ।

পদ্ধতি:
  • পানি ভালোভাবে ফুটে উঠলে চা-পাতা দিয়ে কড়া লিকার তৈরি করুন।
  • দুধের সঙ্গে জাফরান মিশিয়ে জ্বাল দিন। ডিমের কুসুম দিয়ে ভালোভাবে ফেটান।
  • এবার চিনি ও বিস্কুটের গুঁড়া মিশিয়ে চায়ের কড়া লিকারে ঢেলে জ্বাল দিন। 
  • তারপর চায়ের কাপে মালাই দিয়ে পরিবেশন করুন।  


এই রেসিপিটি দিয়েছেন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখার

Advertisement

Post a Comment

 
Top