Unknown Unknown Author
Title: পাখির ঘর দুর্গন্ধমুক্ত করার উপায়
Author: Unknown
Rating 5 of 5 Des:
পাখির ঘর দুর্গন্ধমুক্ত করার জন্য আমরা নীচের পদ্ধতি গুলো অনুসরন করতে পারিঃ ১। প্রথমে একটা বোতলে ভিনেগার আর পানি মিশ্রণ করে নিবেন। তারপর এই...
পাখির ঘর দুর্গন্ধমুক্ত করার জন্য আমরা নীচের পদ্ধতি গুলো অনুসরন করতে পারিঃ

১। প্রথমে একটা বোতলে ভিনেগার আর পানি মিশ্রণ করে নিবেন। তারপর এই মিশ্রণটি রুমে স্প্রে করে দিতে হবে খাঁচার ট্রে তে, খাঁচার ভিতরে পর্দা কিংবা চাদরে ( খেয়াল করবেন যেন পাখির গায়ে না লাগে)

২। একটা ছোট বাটিতে ভিনেগার ঢেলে খাঁচার কাছে রেখে দিতে পারেন।আপনি চাইলে দুই বা তার অধিক বাটিতেও দিতে পারেন। দুই থেকে তিন দিন পরপর পানি পাল্টাতে ভুলে যাবেন না যেন। এই ভিনেগারের মধ্যে সামান্য বেকিং সোডাও মিশিয়ে দিতে পারেন। তবে সাবধান বেশি সোডা দিলে ভিনেগার সল্যুশনটিতে ফেনার সৃষ্টি হয়ে উপচে পড়ে যেতে পারে।

৩। রুমে যদি কার্পেট থাকে সেখানে বেকিং সোডা ছিটিয়ে দিতে পারেন। ঘণ্টা দু এক রেখে তারপর ঝাড়ু বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বেকিং সোডা সরিয়ে ফেলুন।

৪। পাখির খাঁচা ও ফ্লোর কিছুক্ষণ পর পর পরিষ্কার করতে পারেন।

৫। পাখির ঘর দুর্গন্ধমুক্ত করার জন্য একজস্ট ফ্যান ব্যাবহার করতে পারেন।

Advertisement

Post a Comment

 
Top