কিভাবে শাকসবজি বা তরকারি জীবানূমুক্ত করবেন
আমরা
সবাই জানি যে, বাজরিগার পাখিকে বিভিন্ন শাক-সবজি দিলে তাদের অনেক উপকার
হয়। কিন্তু অনেক সময় এই শাক সবজির গায়ে লেগে থাকে নানাপ্রকার কীটনাশক, যা
সাধারন পানিতে ধুলে অনেক সময় দূর হয় না।
আজ এই পোষ্টটি সেই সব জীবানু বা
কীটনাশক দূর করার উপায় সম্পর্কিত। দেখতে ছোট হলেও আশা করি এই পোস্ট আপনাদের
অনেক উপকার করবে।
শাক বা বিভিন্ন তরকারির জীবানু ২ ভাবে দূর করা যায়।
উপায় ১>
১ বালতি পানিতে ৫ মিলি গ্রাম লবণ গুলিয়ে তাতে শাক বা তরকারি চুবিয়ে আবার পরিষ্কার পানিতে ভালো করে ধুতে হবে। শাক বা তরকারি তে লবণ লেগে থাকলে তা বাজরিগার এর কিডনী এর ক্ষতি করতে পারে।
উপায়২>
১৬ লিটার পানিতে ১ মিলি গ্রাম টিমসেন দিন। এর পর আবার পরিষ্কার পানিতে ভালো করে ধুতে হবে। এর পর আপনার পাখিদের খেতে দিন।পানি কম লাগলে টিমসেন ও কম ব্যাবহার করুন।
শাকসবজি / তরকারি জীবানূমুক্ত করা
Title: শাকসবজি / তরকারি জীবানূমুক্ত করা
Author: Unknown
Rating 5 of 5 Des:
Author: Unknown
Rating 5 of 5 Des:
কিভাবে শাকসবজি বা তরকারি জীবানূমুক্ত করবেন আমরা সবাই জানি যে, বাজরিগার পাখিকে বিভিন্ন শাক-সবজি দিলে তাদের অনেক উপকার হয়। কিন্তু অনেক সময় এ...
Post a Comment