Unknown Unknown Author
Title: পাখিটি অসুস্থতার লক্ষন
Author: Unknown
Rating 5 of 5 Des:
কোন কোন উপসর্গ বা লক্ষন দেখে বুঝতে পারবেন আপনার প্রিয় পাখিটি অসুস্থ হয়েছে কিনাঃ   ১। ঘনঘন শ্বাসপ্রশ্বাস নেওয়া (অস্বাভাবিক ভাবে...

কোন কোন উপসর্গ বা লক্ষন দেখে বুঝতে পারবেন আপনার প্রিয় পাখিটি অসুস্থ হয়েছে কিনাঃ 


১। ঘনঘন শ্বাসপ্রশ্বাস নেওয়া (অস্বাভাবিক ভাবে লেজ নাড়ানো অথবা উঠা নামা করানো) ।

২। অস্বাভাবিক ভাবে পশম ঝরে পড়া ।

৩। অস্বাভাবিক পায়খানা ।(যেমন-সম্পুর্ন সবুজ, ফেনা জাতীয়, সম্পুর্ন সাদা) 

৪। বমি করতে থাকা ।

৫। ওজন হ্রাস পেতে থাকা ।

৬। পালক টেনে তোলা ।

৭। খাঁচার এককোণে চুপ করে বসে থাকা ।(সুর বা ডাকার শব্দে পরিবর্তন আসা)

৮। চঞ্চলতা কমে যাওয়া ।

৯।  নাক থেকে পানি ঝরা বা শব্দ বের হওয়া ।

১০। শারীরিক দুর্বলতা প্রকাশ করা ।

১১। অস্বাভাবিক ঘুমের ধরন বা প্রকৃতি ।

১২। শরীরের বা পশমের মসৃণতা কমতে থাকা (আবহাওয়া সবাভাবিক থাকা স্বত্বেও গাঁ ফুলিয়ে বসে থাকা)।  

১৩।চোখ থেকে পানি পড়া বা চোখের চারপাশ ফুলে যাওয়া অথবা, চোখের চারপাশের পশম ঝড়ে পড়া।

১৪। মলদ্বারে ময়লা লেগে থাকা অথবা বাথরুম করার সময় কষ্ট হওয়া অথবা খাবার হজম না হয়েই মলের সাথে আস্ত খাবার বের হয়ে আসা

১৫।শরীর কাপতেঁ থাকা ইত্যাদি।

Advertisement

Post a Comment

 
Top